ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইমন-নাদিয়ার ‘গুপ্ত প্রেম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
ইমন-নাদিয়ার ‘গুপ্ত প্রেম’ নাদিয়া ও ইমন

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী নাদিয়া। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও সমান জনপ্রিয় অভিনেতা ইমন। এবার তারা ‘গুপ্ত প্রেম’ নামে একটি একক নাটকে জুটি হয়ে অভিনয় করলেন।

নাটকটি রচনা করেছেন শাহনাজ পারভীন। পরিচালনা করেছেন তরুণ নাট্যনির্মাতা আজাদ আল মামুন।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা আজাদ আল মামুন বলেন, মধ্যবিত্ত পরিবার এবং এই পরিবারের ছেলেমেয়ের প্রেমের গল্পে এটি নির্মাণ করেছি। আশা করি নাটকটি দর্শকদের মনে ভালোলাগা তৈরি করবে।

নাটকে রিমি চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আর রেজা চরিত্রে অভিনয় করেছেন ইমন।

এছাড়া এতে আরও অভিনয় করেছেন- নবাগত মীর তুরাগ, শেলী আহসান, আবুল হোসাইন, মীর শহিদ, আজম খান, মাইনুল হাসান ফয়সাল, সিহান রাজ্জাক সঞ্চয়, ইমাম হোসাইন রাজসহ অনেকে।

নাটকটি খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা আজাদ আল মামুন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।