ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গৌরী প্রসন্ন মজুমদার অ্যাওয়ার্ড পেলেন শুভ্র দেব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
গৌরী প্রসন্ন মজুমদার অ্যাওয়ার্ড পেলেন শুভ্র দেব শিলা জিতের হাত থেকে পুরস্কার নিচ্ছেন শুভ্রদেব

জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্র দেব ‘গৌরী প্রসন্ন মজুমদার অ্যাওয়ার্ড’ পেয়েছেন। সম্প্রতি কলকাতার উত্তমমঞ্চে এই পুরস্কার উৎসব অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী-অভিনেতা শিলা জিৎ এবং সৈকত মিত্র।

এ প্রসঙ্গে শুভ্র দেব বাংলানিউজকে বলেন, যে কোনো প্রাপ্তিই যে কারো মাঝে ভালো লাগা তৈরি করে।

আমি তার ব্যতিক্রম নই। এককথায় আমি মুগ্ধ, অভিভূত।

এদিকে শুভ্র দেব বর্তমানে কিশোর কুমারের জনপ্রিয় গানের সংকলনের কাজ করছেন। দীর্ঘদিন ধরেই তিনি এ সংকলনের কাজ করে আসছেন।

মুম্বাই থেকে কিশোর কুমারের গাওয়া বেশকিছু গানের অরিজিনাল ট্র্যাক তিনি নিয়ে এসেছেন। এই ট্র্যাকগুলোতে কণ্ঠ দিচ্ছেন শুভ্র।

কবে এই সংকলনটি প্রকাশ করবেন-এমন প্রশ্নের উত্তরে শুভ্র দেব বলেন, এখনো বলতে পারছি না। তবে সময় লাগবে। আর সময় নিয়েই এটি প্রকাশ করতে চাই।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা ১০ ডিসেম্বর ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।