ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মরদানি টু’ নিয়ে আসছেন রানী মুখার্জি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
‘মরদানি টু’ নিয়ে আসছেন রানী মুখার্জি রানী মুখার্জি

প্রদীপ সরকার পরিচালিত ২০১৪ সালের সুপারহিট সিনেমা ‘মরদানি’র সিকুয়েল নির্মাণ হতে যাচ্ছে। দ্বিতীয় কিস্তিতেও সিনেমাটিতে পুলিশ চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী রানী মুখার্জিকে।

তবে নতুন পর্ব পরিচালনা করবেন প্রথম পর্বের গল্পকার গোপি পুত্ররান। আদিত্য চোপড়ার সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস।

সিনেমাটি প্রসঙ্গে রানী মুখার্জি বলেন, ‘মরদানি’ সবসময় আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে। সিনেমাটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, কখন ‘মারদানি টু’ শুরু করবো। আমার মনে হয়, এই ঘোষণাটি সবাইকে চমকে দেবে। গোপি চমৎকারভাবে সিনেমাটির গল্প সাজিয়েছেন, আমরা সবাই তা পছন্দ করেছি। ‘মরদানি টু’র শুটিং শুরু করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।     

২০১৯ সালের ‘মরদানি টু’র শুটিং শুরু হবে। জানা যায়, একই বছর মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৭৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।