ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ভুল কইরাছিরে বেঈমান’ দিয়ে শারমিনের শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
‘ভুল কইরাছিরে বেঈমান’ দিয়ে শারমিনের শুরু শারমিন

প্রথমবার মৌলিক গান নিয়ে হাজির হতে যাচ্ছেন রিয়্যালিটি শো থেকে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী শারমিন।

‘ভুল কইরাছিরে বেঈমান’ শিরোনামের গানটির কথা ও সুর তার বাবা হুমায়ুন সরকারের। সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।

সম্প্রতি সিলেটের বেশকিছু মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। গানের মডেল হয়েছেন আনান খান ও সায়মা স্মৃতি, থাকছে শারমিনের উপস্থিতিও। গানটি প্রযোজনা করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

গানটি প্রসঙ্গে শারমিন বলেন, আমি অনেক আনন্দিত। আমার প্রথম গানের অডিও-ভিডিও প্রকাশিত হচ্ছে। এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। গান ও সুর আমার রক্তে মিশে আছে। তাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গান গেয়ে যেতে চাই।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে। শারমিন ‘চ্যানেল আই বাংলার গান ২০১৬’র চ্যাম্পিয়ন।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।