ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৬০০ কোটির ঘরে ‘২.০’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
৬০০ কোটির ঘরে ‘২.০’ '২.০'র দৃশ্যে রজনীকান্ত

বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে রজনীকান্ত অভিনীত ভারতের দক্ষিণের সিনেমা ‘২.০’। শঙ্কর পরিচালিত সিনেমাটি প্রথম সপ্তাহেই ৫০০ কোটির রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে।

মুক্তির ১১তম দিনে সিনেমাটির সফলভাবে ৬০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬২৩ কোটি ১৯ লাখ রুপি।

এর আগে মাত্র চার দিনেই সায়েন্স ফিকশন সিনেমাটি ৪০০ কোটি রুপি ঘরে তুলে নেয়।

তামিলনাড়ুতে ‘২.০’ ব্যাপক সাড়া পাচ্ছে। শুধুমাত্র এই রাজ্য থেকে সিনেমাটি আয় করে ১৪৯ কোটি ৫১ লাখ রুপি। চেন্নাইতেও ভালো ব্যবসা করেছে, আয় ১৭ কোটি ৮ লাখ রুপি।     

হিন্দি ভার্সনে থেকে আলোচিত সিনেমাটি শনিবার (০৮ ডিসেম্বর) পর্যন্ত আয় করে নিয়েছে ১৫৪ কোটি ৭৫ লাখ রুপি।

‘২.০’র মাধ্যমে এবারই প্রথম মেগাস্টার রজনীকান্তের সঙ্গে পর্দায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এতে আরও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসন, অভিনেতা সুধাংশু পাণ্ডে ও আদিল হুসেন। ২৯ নভেম্বর ‘২.০’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।