ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথম একসঙ্গে ন্যান্সি-আরিফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
প্রথম একসঙ্গে ন্যান্সি-আরিফ কাজল আরিফ ও নাজমুন মুনিরা ন্যান্সি।

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও কাজল আরিফ এই প্রথম ‘বর্ষাবরণ’ শিরোনামের একটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন।

সোমবার (১০ ডিসেম্বর) রাজধানীর মগবাজারের দিলু রোডের মীর মাসুমের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

গানটির দু’টি লাইন হচ্ছে- ‘আমার বর্ষাবরণ মনে/তুই সামান্য খরকুটো/জানি বাঁচবো না আর আমি/যদি ছেড়ে দিস এই মুঠো।

গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন আরিফ নিজেই। সঙ্গীতায়োজন মীর মাসুমের।

ন্যান্সির সঙ্গে প্রথম গাওয়া প্রসঙ্গে কাজল আরিফ বাংলানিউজকে বলেন, নিজের মধ্যে খুব ভালোলাগা কাজ করছে। ন্যান্সি আপার গায়কী সম্পর্কে সবারই জানা। ‘বর্ষাবরণ’ গানটিও তিনি খুব দরদ দিয়ে গেয়েছেন। আমিও চেষ্টা করেছি। এখন গানটি শ্রোতাদের ভালো লাগলেই কাজটি সার্থক হবে।

অচিরেই গানটির ভিডিও নির্মাণের পরিকল্পনা করছেন ‘বর্ষাবরণ’ টিম। এর একটি স্টুডিও ভার্সন ভিডিও ছাড়ার ইচ্ছে আছে বলেও আরিফ জানিয়েছেন। ভিডিওর লিপসিংয়ে দেখা যাবে ন্যান্সি-আরিফকে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
ওএফবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।