ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হৈমন্তীর ‘ভাঙামন’ গানে অন্তু-হেলেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
হৈমন্তীর ‘ভাঙামন’ গানে অন্তু-হেলেন 'ভাঙামন' গানের একটি দৃশ্যে অন্তু করিম ও পি জে হেলেন

চলতি বছর শুরুতে প্রকাশ পেয়েছিল কণ্ঠশিল্পী হৈমন্তী রক্ষিতের ৬ষ্ঠ একক অ্যালবাম ‘দেয়াল কাহিনী’। এবার বছর শেষে অ্যালবামটির ‘ভাঙামন’ গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন হৈমন্তী।

‘ভাঙামন’ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। কথা লিখেছেন স্বপ্নীল।

অলোক হাসানের পরিচালনায় গানটির ভিডিও নির্মাণ করেছেন মোশন রক এন্টারটেইনমেন্ট। এতে মডেল হিসেবে আছেন অন্তু করিম ও পি জে হেলেন। সঙ্গীতশিল্পী 'হৈমন্তী'গানটি প্রসঙ্গে হৈমন্তী বলেন, অনেক যত্ন এবং সময় নিয়ে এই কাজটি করেছি। বাপ্পা দা মনের মতো করে গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন। গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমার ভালো শ্রম সার্থক হবে।

বাপ্পা মজুমদার বনলেন, হৈমন্তী ভালো গায়। এই গানটিতে দর্শক-শ্রোতারা তার প্রমাণ পাবেন।

আগামী বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ‘ভাঙামন’ গানটির ভিডিও প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।