ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিবাহবার্ষিকী উদযাপন করতে অস্ট্রেলিয়ায় বিরাট-আনুশকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
বিবাহবার্ষিকী উদযাপন করতে অস্ট্রেলিয়ায় বিরাট-আনুশকা বিরাট-আনুশকা

বিয়ের এক বছর পূর্ণ করলেন বিরাট কোহলি-আনুশকা শর্মা দম্পতি। ২০১৭ সালের এই দিনে ইতালির তাস্কানিকে বিয়ে করেছিলেন তারা।

এক বছর সংসার করার পর প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে এই দম্পতি এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন।

এক বছরের দাম্পত্য জীবন এবং আনুশকা সম্পর্কে বিরাট বলেন,  আনুশকার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই আমার জীবন বদলাতে শুরু করেছিল।

উত্তর ভারতের একদম আলাদা সংস্কৃতির মধ্যে আমি বড় হয়েছি। অন্য সমাজে কী হয়, তাদের জীবন ঠিক কেমন, আমি কিছুই জানতাম না।  

আনুশকার জীবন আমার থেকে অনেকটা আলাদা ছিল। নিজস্ব চ্যালেঞ্জ ছিল ওর। সেগুলো একটু একটু করে বুঝতে শিখেছি। ওর সঙ্গে দেখা হওয়ার আগে অনেক বাস্তববাদী ছিলাম। এখন বদলেছি অনেকটা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবিও শেয়ার করেছেন বিরাট।  

এ প্রসঙ্গে বিরাট লিখেছেন,  এখনও বিশ্বাস হচ্ছে না, এক বছর হয়ে গেল। মনে হচ্ছে এই তো গতকালের ঘটনা। সময় সত্যি সত্যিই যেন উড়ে গেল। আমার প্রিয় বন্ধুকে বলতে চাই হ্যাপি অ্যানিভার্সারি…।

এদিকে বিয়ের ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুশকা লিখেছেন, যখন সময়ের কোনো হিসাব থাকে না, তখনই স্বর্গ মনে হয়। যখন তুমি একজন ভালো মানুষকে বিয়ে করবে তখনও মনে হবে যেন স্বর্গে রয়েছো…।

এদিকে চলতি মাসেই মুক্তি পাচ্ছে আনুশকার নতুন ছবি ‘জিরো’। এখন পুরোদমে চলছে সিনেমাটির প্রচারণা।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।