ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফের পায়ে আঘাত পেলেন ফারাহ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
ফের পায়ে আঘাত পেলেন ফারাহ খান ফারাহ খান

চলতি বছর মে মাসে একটি টিভি অনুষ্ঠানের শুটিং করতে গিয়ে ডান পায়ে আঘাত পান বলিউড নির্মাতা-অভিনেত্রী ফারাহ খান। তখন তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয়।

সম্প্রতি ফের পায়ে আঘাত পেয়েছেন এই নৃত্যশিল্পী। ছেলেকে পিয়ানো ক্লাস থেকে নিয়ে আসার সময় ফুটপাতে পড়ে গিয়ে আঘাত পান তিনি।

এবার ফারাহ বাম পায়ে গোড়ালিতে আঘাত পেয়েছেন, চিকিৎসক তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু তবুও ফারাহ সুনীল গ্রোভারের একটি অনুষ্ঠানের শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন আগে অনুষ্ঠানটির কয়েকটি পর্বে তিনি অংশও নিয়েছেন।

১৭ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি প্রচারে আসার কথা রয়েছে। সূত্র বলছে, এর মধ্য দিয়ে টিভিতে ফারাহ খানের অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।