ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লাইফ সাপোর্টে নির্মাতা সাইদুল আনাম টুটুল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
লাইফ সাপোর্টে নির্মাতা সাইদুল আনাম টুটুল সাইদুল আনাম টুটুল (ফাইল ফটো)

গুণী নির্মাতা সাইদুল আনাম টুটুলের অবস্থা আশঙ্কাজনক। হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ধানমন্ডির ল্যাবএইড হাসাপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। সেখানে ডাক্তার মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

শনিবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হন সাইদুল আনাম টুটুল। এরপর তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্মাতা এস এ হক অলিক বাংলানউজকে বলেন, এখন তার অবস্থা কিছুটা ভালো বলে ডাক্তাররা জানিয়েছেন। তবে শঙ্কামুক্ত নন। ওনার ফুসফুসে প্রচুর পানি জমেছে। এখন এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এর বেশি আপাতত বলতে পারছি না।

এদিকে, ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ সিনেমাটি পরিচালনা করছেন সাইদুল আনাম টুটুল। দীর্ঘ ১৫ বছর পর এর মাধ্যমে পরিচালনায় ফিরেছেন ‘আধিয়ার’ খ্যাত এ নির্মাতা। এর আগে সরকারি অনুদানে নির্মিত তার প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে।

১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো বিখ্যাত সব চলচ্চিত্রে কাজ করেছেন এ নির্মাতা ও সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
ওএফবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।