ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফের একসঙ্গে প্রভাস-আনুশকা জুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
ফের একসঙ্গে প্রভাস-আনুশকা জুটি প্রভাস ও আনুশকা

বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলি’ ছবিটির সিক্যুয়েল ‘বাহুবলি-টু’র মাধ্যমে সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নেন প্রভাস-আনুশকা জুটি। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা দুটি দারুণ সফলতা অর্জন করেছে। এ সিনেমা দুটির পর একসঙ্গে আর অভিনয় করেননি প্রভাস-আনুশকা।

তবে নতুন খবর হচ্ছে প্রভাস-আনুশকা আবারও জুটি বাঁধতে যাচ্ছেন। ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, পরিচালক রাধা কৃষ্ণা কুমার ‘প্রভাস ২০’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন।

 

তবে এ নামটি এখনো চূড়ান্ত করা হয়নি। আর এতে অভিনয় করতে যাচ্ছে ‘বাহুবলি’র আলোচিত এই জুটি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এখন চলছে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ। খুব শিগগির শুটিং শুরু হবে। ইউরোপের বিভিন্নস্থানে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ হবে। ইউ ভি ক্রিয়েশনস ও গোপী কৃষ্ণা মুভিজ যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
ওএফবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।