ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মণিকর্ণিকা’র ট্রেলারে মুগ্ধ করলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
‘মণিকর্ণিকা’র ট্রেলারে মুগ্ধ করলেন কঙ্গনা ‘মণিকর্ণিকা’র একটি দৃশ্যে কঙ্গনা রানাউত

নানা বিতর্কে পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সিনেমা ‘মণিকর্ণিকা’। এতে রাণী লক্ষ্মীবাই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে ইউটিউবে। এতে ঝাঁসির রাণী লক্ষ্মীবাই রূপে হাজির হয়ে সকলকে মুগ্ধ করেছেন কঙ্গনা।

ট্রেলারটিতে একাধারে একজন যোদ্ধা, একজন মা, একজন স্ত্রী রূপে ধরা দিয়েছেন ‘কুইন’খ্যাত অভিনেত্রী। সিনেমা সমালোচকদের মতে ‘মণিকর্ণিকা’ কঙ্গনার শ্রেষ্ঠ অভিনীত সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটির বিশাল সেট ও দুর্দান্ত ভিএফএক্স’র কাজ সকলের নজর কেড়েছে।

এতে কঙ্গনা ছাড়া আরও অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে, জিশান আয়ুব। ঝাঁসির রাণীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন যীশু সেনগুপ্তও।

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২০১৯ সালের ২৫ জানুয়ারি ‘মণিকর্ণিকা’ মুক্তি পাবে।

**‘মণিকর্ণিকা’ ট্রেলার
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।