ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথম দিন ‘জিরো’র আয় কত?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
প্রথম দিন ‘জিরো’র আয় কত? 'জিরো'র একটি দৃশ্যে শাহরুখ খান ও আনুশকা শর্মা

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জিরো’ মুক্তি পেয়েছে শুক্রবার (২১ ডিসেম্বর)।

তবে মুক্তির প্রথম দিন সিনেমাটি প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি। ৪ হাজার ৩শ’ ৮০ টি স্ক্রিনে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে একদিনে আয় করেছেন মাত্র ২০ কোটি ১৪ লাখ রুপি।

যা শাহরুখের সিনেমার ক্ষেত্রে খুব কম।

এছাড়া সিনেমাটি নিয়ে সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে প্রত্যাশা করেছিলেন প্রথম দিন ‘জিরো’ কমপক্ষে ৩০ কোটি রুপি ঘরে তুলে নেবে। তবে রোববার (২৩ ডিসেম্বর) ছুটির দিন ও মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সিনেমাটির ভালো ব্যবসা করার সুযোগ রয়েছে।

আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’তে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।