ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আনুশকার অভিনয়ের প্রশংসা করলেন বিরাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
আনুশকার অভিনয়ের প্রশংসা করলেন বিরাট বিরাট কোহলি ও আনুশকা শর্মা

এ বছর বলিউডের প্রায় আলোচিত সবগুলো সিনেমাই সমালোচকদের হতাশ করেছে। সে তালিকায় রয়েছে শাহরুখ খান, আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জিরো’। বক্স অফিসও রয়েছে সিনেমাটির প্রতিকূলে।

এদিকে ‘জিরো’ দেখে উপভোগ করেছেন আনুশকার স্বামী ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সিনেমাটির পাশাপাশি আনুশকার অভিনয়েরও প্রশংসা করেছেন এই বিশ্বসেরা ক্রিকেটার।

 

বিরাট কোহলি টুইটারে লেখেন, ‘জিরো’ দেখলাম। সিনেমাটি বিনোদনে পূরিপূর্ন, আমি খুব উপভোগ করেছি। প্রত্যেকে যার যার জায়গা থেকে ভালো অভিনয় করেছেন। আনুশকার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিলো এবং সে অসাধারণ পারফরমেন্স করেছে।

‘জিরো’ এখন পর্যন্ত বক্স অফিস থেকে আয় করেছে ৩৮ কোটি রুপি। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী, অভিনেতা সালমান খান, আলিয়া ভাট, কারিশমা কাপুর, জুহি চাওলা, দীপিকা পাড়ুকোন, রাণী মুখার্জি, কাজল।    

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।