ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ইন্ডিয়ান টু’তে কাজল আগারওয়াল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
‘ইন্ডিয়ান টু’তে কাজল আগারওয়াল কাজল আগারওয়াল

অভিনেতা ও নির্মাতা কামাল হাসানের সঙ্গে এই প্রথম তামিল সিনেমা ‘ইন্ডিয়ান টু’তে অভিনয় করতে যাচ্ছেন ভারতের দক্ষিণের অভিনেত্রী কাজল আগারওয়াল। এই সিনেমার জন্য এখন প্রস্তুত হচ্ছেন তিনি।

সম্প্রতি সিনেমাটি প্রসঙ্গে কাজল আগারওয়াল বলেন, এতে নিজেকে সম্পৃক্ত করতে পেরে খুব ভালো লাগাছে। আমি অনেক বেশি আনন্দিত।

এরই মধ্যে এই সিনেমাতে আমার চরিত্রটি সম্পর্কে জেনেছি। এটি আমার ক্যারিয়ারের একটি স্বপ্নের সিনেমা হতে যাচ্ছে।

কাজল আগারওয়াল তামিল সিনেমা ‘মাগাধিরা’র মাধ্যমে পুরো ভারতে প্রশংসা ও খ্যাতির দ্যুতি ছড়ান। সিনেমাটির সফলতার মাধ্যমে তিনি পরবর্তীতে বলিউডে পা রাখার সুযোগ পান। আর এই সিনেমাটিই যে তার ক্যারিয়ারে সোনালী সময় এনে দিয়েছে, তা অপকটে স্বীকার করেছেন কাজল।

এদিকে আসছে নতুন বছরে (২০১৯) কাজল আগারওয়ালের ‘প্যারিস প্যারিস’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটি কঙ্গনা রানাওয়াতে ‘রাণী’র রিমেক।

সর্বশেষ ‘কাবাচাম’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন কাজল।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা ২৩ ডিসেম্বর ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।