ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বছর শেষে রাব্বীর নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
বছর শেষে রাব্বীর নতুন গান বছর শেষে রাব্বীর নতুন গান

‘আমি তো ভালা না’খ্যাত সঙ্গীতশিল্পী কামরুজ্জামান রাব্বী সম্প্রতি ‘না ফেরার দেশে’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডেক থেকে ভিডিওতে গানটি প্রকাশের কথা রয়েছে।

‘না ফেরার দেশে/যাইবা একদিন ভেসে/ফিরে তো আর আইবা না/দুনিয়া থাকার জায়গা না’- এমন কথার গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। সুর করেছেন অভি আকাশ।

সঙ্গীতায়োজনে মুশফিক লিটু।

এ প্রসঙ্গে দেলোয়ার আরজুদা শরফ বাংলানিউজকে বলেন, গানটা খুব ভালো হয়েছে। সাদামাটা কথার গানটি সুর-সঙ্গীতও দারুণ হয়েছে। রাব্বীর কথা মাথায় নিয়ে গানটি তৈরি করেছি। রাব্বী গেয়েছেও অসাধারণ। আশা করি গানটি শ্রোতা মহলে গ্রহণযোগ্যতা পাবে। এখন চলছে ‘না ফেরার দেশে’র ভিডিওর পরিকল্পনা।

এদিকে কামরুজ্জামান রাব্বী সম্প্রতি আরও বেশকিছু নতুন গানে কণ্ঠ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।