ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার রাব্বীর ‘আমি তো ভালা না টু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এবার রাব্বীর ‘আমি তো ভালা না টু’ কামরুজ্জামান রাব্বী

চলতি বছর ‘আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো’ শিরোনামের গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন কামরুজ্জামান রাব্বী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর করেন রাব্বী নিজেই। সঙ্গীতায়োজন করেন অংকুর মাহমুদ।

১৬ আগস্ট ভিডিওতে ঈগল মিউজিক থেকে প্রকাশ পায়। এখন পর্যন্ত গানটি ইউটিউবে ১ কোটি ৬২ লাখেরও অধিক শোনা হয়েছে।

এই শিল্পী এবার ‘আমি তো ভালা না টু’ নিয়ে দর্শক-শ্রোতামহলে এলেন। নতুন গানটির কথা-সুর করেছেন প্লাবণ কোরেশী। সঙ্গীতায়োজনে জাহিদ বাশার পঙ্কজ।  

রোববার (৩০ ডিসেম্বর) রুপকথা মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওতে প্রকাশ পেয়েছে গানটি। ভিডিওতে শুধু শিল্পী রাব্বীকেই দেখা গেছে।

গানটি প্রসঙ্গে গীতিকার-সুরকার প্লাবণ কোরেশী বাংলানিউজকে বলেন, আমি আসলে সিক্যুয়েল গান করতে চাই না। কিন্তু বিশেষ অনুরোধে এই গানটি করতে হয়েছে। আমি চেষ্টা করেছি, সর্বোচ্চ ভালো কাজটিই করতে। কতটা পেরেছি, তা শ্রোতারাই ভালো বলতে পারবেন। তবে সঙ্গীত সংশ্লিষ্টদের থেকে বেশ ভালো প্রশংসা পাচ্ছি।

**‘আমি তো ভালা না টু’বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।