ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

দোয়েলকে নিয়ে ‘লং ড্রাইভে’ আকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
দোয়েলকে নিয়ে ‘লং ড্রাইভে’ আকাশ আকাশ, দোয়েল ও রিও

ইংরেজি নববর্ষ উপলক্ষে নতুন একটি গান নিয়ে হাজির হলেন কলকাতার গায়ক আকাশ সেন। ‘লং ড্রাইভ’ শিরোনামে গানটিতে আকাশের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বাংলাদেশের মেয়ে ইশরাত দোয়েল।

মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে গানটি চমৎকার ডিজিটালের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

‘মুড আমার রোমান্টিক, ওয়েদারও ফ্যান্টাস্টিক, লং ড্রাইভে নিয়ে যা না ও আমার প্রেমী’-কথার গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় ও এর সঙ্গীতায়োজন করেছেন আকাশ নিজেই।

গানটির ভিডিওটি নির্দেশনা দিয়েছেন শিবরাম শর্মা। আকাশ ও দোয়েলের সঙ্গে এতে মডেল হয়েছেন ফারহান খান রিও।

‘লং ড্রাইভ’ প্রসঙ্গে আকাশ বলেন, রোমান্টিক মুড, ফ্যান্টাস্টিক ওয়েদারে নতুন বছরকে বরণ করার জন্য দারুণ একটি গান এটি। আশাকরি গানটি শ্রোতাপ্রিয় হবে।

গান-ভিডিওটি ডিজিটাল কন্টেন্ট প্লাটফর্ম ‘চমৎকার ডিজিটাল’র প্রথম কাজ। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন ইমাম হাসান ও কার্যনির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন মুহাম্মাদ আলতামিশ নাবিল। তিন মিনিটের এ ভিডিওটির দৃশ্য ধারন করা হয়েছে রাজধানীর কোক স্টুডিওতে।

**'লং ড্রাইভ'র ভিডিওবাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।