ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

‘জিরো’কে টপকে ১৫০ কোটির ঘরে ‘কেজিএফ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
‘জিরো’কে টপকে ১৫০ কোটির ঘরে ‘কেজিএফ’ ‘জিরো’কে টপকে ১৫০ কোটির ঘরে ‘কেজিএফ’

একই দিনে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত বলিউড সিনেমা ‘জিরো’ ও যশ অভিনীত কন্নড় সিনেমা ‘কেজিএফ; চ্যাপ্টার-১’।

ভারতে জনপ্রিয়তার দিক থেকে শাহরুখ অনেক এগিয়ে থাকলেও ‘কেজিএফ’ সিনেমাটি দিয়ে তরুণ অভিনেতা যশ তাকে ছাড়িয়ে গেলেন।

বিশ্বব্যাপী প্রায় ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েও ১২ দিনে শত কোটির ক্লাবে প্রবেশ করতে পারেনি শাহরুখের ‘জিরো’।

এদিকে মাত্র আড়াই হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ‘কেজিএফ’। বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে নিয়েছে ১৫০ কোটি রুপিরও বেশি। যেখানে সিনেমাটির বাজেট মাত্র ৮০ কোটি রুপি!

সিনেমা বিশ্লেষকরা এটিকে কন্নড় সিনেমার জন্য বড় এটি মাইলফলক হিসেবে দেখছেন। এখন পর্যন্ত দক্ষিণী সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে চতুর্থ অবস্থান দখল করেছে ‘কেজেএফ’।

প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ’ সিনেমায় যশের বিপরীতে অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি।

এদিকে শাহরুখের ‘জিরো’র এখন পর্যন্ত আয় ৮৯ কোটি ২৫ লাখ রুপি। দুইটি সিনেমাই ২১ ডিসেম্বর মুক্তি পায়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।