ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

‘বাংলা উৎসব’ মাতাতে কলকাতায় যাচ্ছে দলছুট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
‘বাংলা উৎসব’ মাতাতে কলকাতায় যাচ্ছে দলছুট ব্যান্ডদল দলছুট

দুই বাংলার শিল্পীদের নিয়ে কলকাতার নজরুল মঞ্চে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা উৎসব ২০১৯’। এ উৎসব ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।

উৎসবের প্রথম দিন শুক্রবার (৪ জানুয়ারি) রাত ৮টায় নজরুল মঞ্চে নিজেদের পরিবেশনা শুরু করবে দেশের অন্যতম সেরা ব্যান্ডদল দলছুট।

এ আয়োজনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে কলকাতার উদ্দেশে রওনা করবে ব্যান্ডদলটি।

এ প্রসঙ্গে দলছুট’র ম্যানেজার শাহান কবন্ধ বাংলানিউজকে বলেন, রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত আমাদের পরিবেশনা চলবে। এ এক ঘণ্টা সময়ের মধ্যে যে কয়টি সম্ভব- আমাদের জনপ্রিয় গানগুলোই করবো।  

উৎসবের দ্বিতীয় দিন (৫ জানুয়ারি) রাত ৮টায় মঞ্চে উঠবে দেশের আরেক জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট।

বেঙ্গল ফাউন্ডেশন, নাথিং বিয়ন্ড সিনেমা এবং বেঙ্গল চেম্বার্স অব কমার্স কলকাতা এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে।

আয়োজনে বাংলাদেশ থেকে আরও গান করবেন উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, বাপ্পা মজুমদারসহ কয়েকজন শিল্পী। কলকাতা থেকে থাকবেন- ব্যান্ডদল চন্দ্রবিন্দু, অনুপম রায়, লোপামুদ্রা মিত্র’সহ আরও ক’জন খ্যাতনামা শিল্পী।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
ওএফবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।