ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

কানাডাতেই কাদের খানের দাফন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
কানাডাতেই কাদের খানের দাফন অভিনেতা কাদের খান

প্রখ্যাত বলিউড অভিনেতা-লেখক কাদের খান সোমবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

বর্ষীয়ান এই অভিনেতার ছেলে সরফরাজ খান ভারতীয় মিডিয়াকে আগেই জানিয়েছিলেন তার বাবার দাফন হবে কানাডাতে।

কথা অনুযায়ী বৃহস্পতিবার (৩ জানুয়ারি) কানাডার টরন্টোতে কাদের খানের দাফন সম্পন্ন হবে।

এ প্রসঙ্গে সরফরাজ খান জানান, আমাদের পুরো পরিবার কানাডা থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় সময় দুপুর ২টা ৩০মিনিটে জানাজা নামাজ শেষে টরন্টোর মেডোভ্যাল সিমেট্রিতে বাবার দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে।

কাদের খান ১৯৩৫ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, কমেডিয়ান, চিত্রনাট্য ও সংলাপ লেখক এবং পরিচালক।

১৯৭৩ সালে রাজেশ খান্নার ‘দাগ’ সিনেমার মধ্য দিয়ে তিনি বলিউডে পা রাখেন। কাদের খান প্রায় ৩০০টি সিনেমায় অভিনয় করেছেন। পরিচালক ও চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন কাদের খান। ২৫০টির বেশি ছবিতে তিনি সংলাপ লিখেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
ওএফবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।