ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

অজয়ের সিনেমায় ভিলেন সাইফ আলী খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
অজয়ের সিনেমায় ভিলেন সাইফ আলী খান সাইফ আলী খান ও অজয় দেবগন

ত বছরটা বেশ ভালোই কেটেছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘সেক্রেড গেম’র মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে দর্শকপ্রিয় হয়েছেন তিনি।
 

এছাড়া ২০১৮ সালে ‘বাজার’ দিয়েও সাফল্য পান বলিউড ‘নবাব’। সিনেমাটি সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি বক্স অফিসে ভালোই ব্যবসা করে।

এবার নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে যাচ্ছেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। অজয় দেবগন অভিনীত ‘তানাজি’ সিনেমায় ভিলেন হতে যাচ্ছেন তিনি। এটি কিংবদন্তি মারাঠা যোদ্ধা তানাজি মালসিউরের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে। এতে অজয় নাম ভূমিকায় অভিনয় করছেন। 'তানাজি'র ফার্স্টলুক পোস্টারএ সম্পর্ক সাইফ বলেন, সিনেমাটিতে আমি মূল ভিলেন হিসেবে অভিনয় করছি। পর্দায় আমাকে রাজপুতের যোদ্ধা উধায়বন সিং রাথোরের চরিত্রে দেখা যাবে।

সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে। অজয় দেবগন প্রযোজিত সিনেমাটি চলতি বছর ২২ নভেম্বর মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।