ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

৮ ফেব্রুয়ারি আসছে শুভর ‘আহা রে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
৮ ফেব্রুয়ারি আসছে শুভর ‘আহা রে’ আরিফিন শুভ, ঋতুপর্ণা সেনগুপ্ত ও রঞ্জন ঘোষ

দারুণ একটি খবর দিয়ে বছর (২০১৮) শেষ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। ‘ঢাকা অ্যাটাক’র পর নতুন বছর (২০১৯) আবারো পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। এটি পরিচালনা করছেন ফয়সাল আহমেদ।

এদিকে বছর শুরুতে দর্শকদের জন্য উপহার নিয়ে হাজির শুভ! বৃহস্পতিবার (৩ জানুয়ারি) প্রকাশ পেয়েছে ‘ছুঁয়ে দিলে মন’খ্যাত এই অভিনেতার কলকাতার সিনেমা ‘আহা রে’র দ্বিতীয় টিজার। আগামী ৮ ফেব্রুয়ারি ভারতে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

এ তথ্যটি শুভ নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন।

টিজার প্রকাশ উপলক্ষে কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে অংশ নেনে আরিফিন শুভ, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জন ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহা রে’তে শুভর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাদের দু’জনকেই দেখা যাবে শেফের চরিত্রে।

এদিকে নতুন বছর শুভ অভিনীত ও সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমাটিও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

**'আহা রে' টিজারবাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।