ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

জয়পুর উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
জয়পুর উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’ ‘ইতি, তোমারই ঢাকা’র পোস্টার

ভারতের ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘ইতি, তোমারই ঢাকা’। এর আগে সিনেমাটি দক্ষিণ কোরিয়া, ভারত ও ইন্দোনেশিয়ার বেশকিছু বড় উৎসবে প্রদর্শিত হয়েছে।

১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া জয়পুর উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে আবু শাহেদ ইমনসহ ১১ নির্মাতার সিনেমাগুলো।

বাংলাদেশের সিনেমাগুলোকে আন্তর্জাতিক মহলে পৌঁছে দেয়ার লক্ষ্যে এশিয়ার অন্যতম বড় সিনেমা উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘ইতি, তোমারই ঢাকা’।

১১টি সিনেমাতেই মূলত উঠে এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবন-যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ। সেই সাথে ঢাকার নিজস্ব এক সংস্কৃতিও ফুটে উঠেছে।

সিনেমাগুলোতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ১১ নির্মাতা হলেন- আবু শাহেদ ইমন, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং নুহাশ হুমায়ূন।

বাংলাদেশের প্রথম অমনিবাস সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।