ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

এবার পুলিশ হচ্ছেন আয়ুষ্মান খুরানা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এবার পুলিশ হচ্ছেন আয়ুষ্মান খুরানা! আয়ুষ্মান খুরানা

গত বছর ‘আন্ধাধুন’ ও ‘বাধাই হো’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। নতুন বছরে তিনি বেশকিছু সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এরমধ্যে অনুভব পরিচালিত ‘কানপুর দেহাত’ সিনেমায় প্রথমবার পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই তারকা।

সূত্র বলছেন, ভারতের কানপুরে সিনেমাটির কিছু দৃশ্যের শুটিং হবে। সামাজিক কিছু বিষয় নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে।

যার গল্প সাজানো হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। আর এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা।

চলতি বছরের মাঝামাঝি সময়ে উত্তরপ্রদেশের সিনেমাটির শুটিং শুরু হবে। অনুভব বর্তমানে এর প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বছর শেষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে বর্তমানে আয়ুষ্মান একতা কাপুরের ‘ড্রিম গার্ল’ ও দিনেশ ভাইজানের ‘বালা’ সিনেমায় শুটিং করছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।