ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

‘২.০’র পরিচালকের সিনেমায় ঋত্বিক রোশন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
‘২.০’র পরিচালকের সিনেমায় ঋত্বিক রোশন ঋত্বিক রোশন ও এস শঙ্কর

গত বছর নভেম্বরে মুক্তি পায় ভারতের দক্ষিণের মেগাস্টার রজনীকান্ত অভিনীত ও এস শঙ্কর পরিচালিত সিনেমা ‘২.০’। সিনেমাটি ব্যাপক সাফল্য পায়।

ব্লকবাস্টার সিনেমাটির পর একই নির্মাতা এবার শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘ইন্ডিয়ান ২’। তারই পরিচালিত ও কমল হাসান অভিনীত ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিক্যুয়েল এটি।

আর এই সিনেমাতে নাকি অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন। সিনেমাটি অভিনয়ের জন্য ‘কৃশ’খ্যাত অভিনেতা মত দিয়েছেন।

সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, গল্প প্রায় চূড়ান্ত। শঙ্কর খুব শিগগিরই শুটিং শুরু করছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জে অক্টোবর মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ঋত্বিক রোশনকে নিয় গত চার বছর ধরে শঙ্কর সিনেমা নির্মাণ করতে চাইছেন। অবশেষে তাই ঘটতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।