ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ভিডিওতে আসছে খায়রুল ওয়াসির ‘গোপন প্রেম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
ভিডিওতে আসছে খায়রুল ওয়াসির ‘গোপন প্রেম’ সঙ্গীতশিল্পী খায়রুল ওয়াসি

লোক ঘরানার গানের প্রতিযোগিতা ‘বাংলার গান’র মাধ্যমে শিল্পীস্বীকৃতি অর্জন করেন সঙ্গীতশিল্পী খায়রুল ওয়াসি। এরপর সঙ্গীত ক্যারিয়ারের প্রথম ইপি অ্যালবাম ‘গোপন প্রেম’ অডিওতে প্রকাশ করেন।

গত বছরের মার্চে (২০১৭) এই অ্যালবামটি প্রকাশ পায় ধ্রুব মিউজিক স্টেশন থেকে । এতে ছিলো তিনটি লোকগান।

সবগুলো গানের কথা লিখেন গীতিকবি তারেক আনন্দ। সুর-সঙ্গীতায়োজন করেন সজীব দাস। এবার এই অ্যালবামের টাইটেল গান ‘গোপন প্রেম’ ভিডিওতে প্রকাশ পেতে যাচ্ছে।  

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এলাকার বিভিন্ন মনোরম দৃশ্যায়নে গানচিত্রটি নির্মিত হয়েছে। সৈকত নাসিরের তত্ত্বাবধায়নে গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতী। এতে মডেল হিসেবে আছেন  সুপ্ত-এস কে তৃষ্ণা। রয়েছে খায়রুল ওয়াসীর উপস্থিতিও।  

এ প্রসঙ্গে খায়রুল ওয়াসি বলেন, আমার স্বল্প দিনের সঙ্গীত ক্যারিয়ারে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। তাদের জন্যেই আমার গান। তাদের ভালোবাসার জন্যই আমি গান করি। ‘গোপন প্রেম’র অডিও-ভিডিও অনেক যত্ন নিয়ে করেছি। এখন দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) ধ্রুব মিউজিক কটেজ’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘গোপন প্রেম’র গানভিডিও। এখন গানটি শোনা যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।