ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘সুবচন নির্বাসনে’  

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘সুবচন নির্বাসনে’   ‘সুবচন নির্বাসনে’ নাটকের দৃশ্য

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মৌলিক নাট্যদল ‘সুবচন নির্বাসনে’ শীর্ষক নাটকটি মঞ্চায়ন করতে যাচ্ছে। এটি তাদের তৃতীয় প্রযোজনা। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এর আগে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির আরও একটি মঞ্চায়নেরও সম্ভাবনা রয়েছে।

 

নাটকটি রচনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। নির্দেশনা দিয়েছেন ঢাকা মৌলিক নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাজু আহমেদ। দলটির তৃতীয় প্রযোজনা ‘সুবচন নির্বাসনে’ নাটকের বিভিন্ন চরিত্রে রয়েছেন- কানিজ ফাতেমা, জিল্লুর রহমান জুয়েল, তুষার খান, সাজু আহমেদ, সজল মাহমুদ, শাওন আহমেদ, পাপড়ি সুলতানা প্রিয়া, মাহিমা হাসান মাহি, রিয়াজ আহমেদ প্রমুখ।  

নাটকের পোশাক পরিকল্পনায় কানিজ ফাতেমা, সঙ্গীতে হাসান সিদ্দিকী । নাটকের প্রযোজনা অধিকর্তা সাজু আহমেদ। এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা মৌলিক নাট্যদলের প্রধান উপদেষ্টা সোহেল আহমেদ খান। সার্বিক সহযোগিতায় উপদেষ্টা মামুনুর রশীদ মামুন।  

ঢাকার অন্যতম নন্দিত নাট্য সংগঠন ঢাকা মৌলিক নাট্যদল নিয়মিতভাবে নাট্যচর্চা করে আসছে। ঢাকার মঞ্চে দলের বিভিন্ন প্রযোজনা মঞ্চায়ন করে থাকে দলটি। তারা এরইমধ্যে ৫টি নাটক মঞ্চে এনেছে। এর মধ্যে তিনটি মঞ্চনাটক এবং দুটি পথনাটক।  

ঢাকা মৌলিক নাট্যদল প্রযোজিত মঞ্চনাটকগুলো হলো- ‘বৃত্তে বিপ্রতীপ’, ‘অংকুর’ এবং ‘সুবচন নির্বাসনে’। পথনাটকগুলো হলো- ‘পাথর’ এবং ‘এই পিরিতি সেই পিরিতি নয়’।  

এদিকে চলতি বছর আরও নতুন তিনটি নাটক মঞ্চে আনতে যাচ্ছে ঢাকা মৌলিক নাট্যদল। নতুন নাটকগুলোর নিয়মিত মহড়া চলছে। নতুন তিনটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন দল প্রধান সাজু আহমেদ। অচিরেই নাটকগুলো মঞ্চস্থ হবে বলে দলসূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।