ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

হলিউড সিনেমায় ধর্মগুরু চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
হলিউড সিনেমায় ধর্মগুরু চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া

২০১৮ সালে বিয়ে নিয়েই ব্যস্ত ছিলেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের জন্য ছেড়েছেন সালমান খানের ‘ভারত’ সিনেমাটিও।

বর্তমানে তার হাতে এখন মাত্র একটি বলিউড সিনেমা রয়েছে, সেটা হলো ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এই সিনেমাটির শুটিং এখনও বাকি।

গুঞ্জন রয়েছে, এই সিনেমাটি শেষ হলে বলিউডের সিনেমায় আর অভিনয় করবেন না সাবেক এই বিশ্ব সুন্দরী।

এদিকে ২০১৯ সালের শুরুতে নতুন হলিউড সিনেমার খবর দিলেন প্রিয়াঙ্কা। অস্কারজয়ী মার্কিন পরিচালক ব্যারি লেভিনসনের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে ভারতীয় ধর্মগুরু মা আনন্দ শীলা’র চরিত্রে দেখা যাবে তাকে।   আর এটি হতে যাচ্ছেন প্রিয়াঙ্কার চতুর্থ হলিউড মিশন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি টক শোতে প্রিয়াঙ্কা বলেন, মা আনন্দ শীলা ভারতীয় ধর্মগুরু হলেও মার্কিনীদের কাছে তিনি ভক্তি ছড়িয়েছেন। সিনেমাটিতে আমার চরিত্রে কোনও রোমান্টিসিজম নেই।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।