ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

সাব্বির-নাসার ‘তুমি যদি বলো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
সাব্বির-নাসার ‘তুমি যদি বলো’ সাব্বির নাসির ও নাসরিন নাসা

প্রায় দুই দশক পর নতুন গান নিয়ে ফিরলেন নব্বই দশকের সঙ্গীতশিল্পী সাব্বির নাসির। ‘তুমি যদি বলো’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাসরিন নাসা।

গানটির কথা লিখেছেন তোফায়েল হোসেন তপন। সু্র ও সঙ্গীতায়োজন করেছেন মুনতাসির তুষার।

মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফাহিম আরেফিন ইভান।

সাব্বির নাসির জানান, ১৯৯৮ সালে ব্যান্ড মেটামরফোসিস’র সাথে ‘জীর্ণ শহরে বৃষ্টি নামে’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। তবে কিছুটা অভিমান নিয়েই হঠাৎ মিউজিক ছেড়ে চলে যান নিভৃতে। ২০১৮ সালে সমসাময়িক মিউজিসিয়ান, বন্ধুদের অনুপ্রেরণায় ও সঙ্গীতের প্রতি ভালোবাসার থেকে আবার হাতে তুলে নিলেন পুরনো গিটার। নতুন কিছু করবার তাগিদ থেকে তৈরি করলেন ‘তুমি যদি বলো’।

এদিকে নাসরিন নাসা ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি গান করছেন। এটি তার প্রকাশিত দ্বিতীয় গান।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) গাঙচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘তুমি যদি বলো’র গান-ভিডিও প্রকাশ পেয়েছে।

**‘তুমি যদি বলো’র লিংক
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।