ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ফয়সালের নতুন গান ‘তোমাকে পাওয়া জরুরি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
ফয়সালের নতুন গান ‘তোমাকে পাওয়া জরুরি’ ‘তোমাকে পাওয়া জরুরি’র একটি দৃশ্য

নিজের দ্বিতীয় একক গান প্রকাশ করলেন নতুন সঙ্গীতশিল্পী ও লক্ষ্য ব্যান্ডের ভোকাল ফয়সাল। ‘তোমাকে পাওয়া জরুরি’ শিরোনামের গানটির কথা ও সুর নাসিফের। সঙ্গীত পরিচালনা করেছেন ‘বন্ধুরে’ খ্যাত আদিব কবির।

সম্প্রতি ডেডলাইন মিউজিকের ব্যানারে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিও নির্মাণ করেছেন বিকাশ সাহা।

এতে মডেল হয়েছে ফয়সাল ও শাকিলা পারভিন।

গানটি প্রসঙ্গে ফয়সাল বলেন, এই গানটিতে আধুনিক বাংলা গানের সাথে পাশ্চাত্য ঘরানার মিউজিকের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে। তাই গতানুগতিক বাংলা গান থেকে আমি মনে করি এই গানটি একটু ভিন্ন। আর এই গানটিতে আদিব অসাধারণ মিউজিক করেছেন। সঙ্গে বিকাশ দাদার পরিচালনা এবং শাকিলার অনবদ্য অভিনয় ভিন্ন মাত্রায় দিয়েছে।

**‘তোমাকে পাওয়া জরুরি’র ভিডিও
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।