ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘ভুলে ভরা কবিতা’র পর ‘বাইসাইকেল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
‘ভুলে ভরা কবিতা’র পর ‘বাইসাইকেল’ রওনক হাসান ও তাশনুভা তিশা

কিছুদিন আগে জুবায়ের জিসানের ‘ভুলে ভরা কবিতা’ শিরোনামের গানের ভিডিও নির্মাণ করেছেন মাহাবুব সুমন। গানটির কথা যৌথভাবে লিখেছেন জুবায়ের জিসান ও মহিন সায়েদ। ভিডিওর মডেল হয়েছেন নিলাঞ্জনা নিলা ও কেএইচ রাজ।

এদিকে একই নির্মাতা সম্প্রতি নতুন একটি নাটক নির্মাণ করেছেন। ‘বাইসাইকেল’ নামের নাটকটিতে অভিনয় করেছেন রওনক হাসান, তাশনুভা তিশা, কাজী উজ্জল, শেখ স্বপ্না প্রমুখ।

এর চিত্রনাট্য মেহরাব জাহিদের।

মাহাবুব সুমন বাংলানিউজকে বলেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ভুলে ভরা কবিতা’ প্রকাশ করেছি। সবাই গানটির সঙ্গে ভিডিওটিও পছন্দ করেছেন। বিষয়টি ভালো লেগেছে।

নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, গ্রামীণ একটি গল্প নিয়ে ‘বাইসাইকেল’ নাটকটি নির্মাণ করেছি। যেখানে দর্শক একটি বাইসাইকেলকে কেন্দ্র করে নানা ঘটনা দেখতে পাবেন। যা দর্শকদের ভিন্ন রকম আনন্দ দেবে।

মার্চ মাসের বিশেষ একটি দিনে ‘বাইসাইকেল’ এশিয়ান টেলিভিশনে প্রচার হবে। পাশাপাশি প্রকাশ পাবে ইউটিউবেও।

**‘ভুলে ভরা কবিতা’
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।