ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বাবা হলেন সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
বাবা হলেন সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ পিন্টু ঘোষ

পুত্র সন্তানের বাবা হলেন সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির একটি হাসপাতালে পিন্টু-সুকন্যার ঘর আলোকিত করে এলেন নতুন এই অতিথি। তার নাম রেখেছেন রুদ্রাংশ। মা-সন্তান দুজনেই সুস্থ আছেন বলে পিন্ট ঘোষ জানিয়েছেন।

 

এ প্রসঙ্গে উচ্ছ্বসিত পিন্টু ঘোষ বাংলানিউজকে বলেন, জীবনে কোনো দিন এত নার্ভাস হয়নি। এ যে কি এক অনুভূতি- বলে বোঝাতে পারছি না।

মনে হচ্ছে, জীবনের শ্রেষ্ঠ অর্জন-শ্রেষ্ঠ প্রাপ্তি-শ্রেষ্ঠ উপহার আমি পেয়ে গেছি। মানুষ আনন্দে কেঁদে ফেলে, সেটা আজ আবার টের পেলাম। আমার সন্তানের জন্য দোয়া-আশির্বাদ করবেন।

হাসপাতালে সন্তান-স্বজনদের সঙ্গে পিন্টু ঘোষ

২০১৪ সালের ৭ মার্চ বিয়ে বন্ধনে আবদ্ধ হন সঙ্গীতশিল্পী পিন্ট ঘোষ-কণ্ঠশিল্পী সুকন্যা মজুমদার।

পিন্টু ঘোষ জনপ্রিয় ব্যান্ডদল ‘চিরকুট’’র অন্যতম সদস্য ছিলেন। ২০১৬ সালের নভেম্বরে ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ারে মনোনিবেশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।