ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রথম একসঙ্গে একই গানে এলিটা-শুভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
প্রথম একসঙ্গে একই গানে এলিটা-শুভ এলিটা-শুভ

ডি রকস্টার শুভ এবং এলিটা সঙ্গীতের দুই পরিচিত মুখ। গানে তাদের একটা নিজস্বতা রয়েছে। নিজস্বতার সেই ধারাবাহিকতা ধরেই কাজ করেন তারা। কিন্তু গানে শ্রোতারা তাদের কখনোই একসঙ্গে পায়নি। এবার তারা এক হলেন ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের গানের মাধ্যমে।

সেই তোমার চোখে নিখুঁত আমি/সব চেয়ে অপরুপ/এই তোমার মুখে আমার পাহাড়/সমান দোষের স্তূপ- এমন কথার দ্বৈত রোমান্টিক মেলোরক ঘরানার গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর-সঙ্গীতায়োজন করেছেন মার্ক ডন।

মিক্স-মাস্টারি করেছেন আমজাদ হোসেন।

প্যাকআপ ফিল্মস’র ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন আশফাক নিপুন। এতে অভিনয় করেছেন সাবিলা নূর এবং ইয়াস রোহান। ভিডিওতে রয়েছেন শুভ-এলিটাও।

গানটি প্রসঙ্গে ডি রকস্টার শুভ বাংলানিউজকে বলেন, গানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলেই প্রচুর শ্রম দিয়েছেন। আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। অনেক পরিকল্পনা নিয়ে আমরা কাজটি করেছি। অবশ্য বাণিজ্যিক চিন্তা নিয়ে গানটি করেনি। এককথায় বলতে পারেন, মান আর রুচির সম্পূর্ণতা বজায় রেখেই কাজটি করেছি। এখন দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমাদের এই প্রয়াস সার্থক হবে।  

এলিটা বলেন, খুব ভালো একটি কাজ হয়েছে। গানটির মধ্যে এক ধরনের স্মৃতিকাতরতা রয়েছে। এর মধ্যে বর্তমান এবং ফেলে আসা সুখের আভাস পাবেন শ্রোতারা। গানটি শুনলেই শ্রোতারা তা বোঝতে পাবেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ধ্রুব মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে ‘এই তুমি সেই তুমি’ শীর্ষক গানটি ভিডিওতে প্রকাশ পায়।

ভিডিও:

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।