ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মালয়েশিয়ার ১০৬ হলে মুক্তি পাচ্ছে নিরবের ‘বাংলাশিয়া’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
মালয়েশিয়ার ১০৬ হলে মুক্তি পাচ্ছে নিরবের ‘বাংলাশিয়া’ সহশিল্পীর সঙ্গে নিরব হোসেন

‘বাংলাশিয়া’র শুটিং শেষ হয়েছে প্রায় পাঁচ বছর আগে। কিন্তু মালয়েশিয়া সরকারের নিষেধাজ্ঞা থাকায় সিনেমাটির মুক্তি আটকে যায়। অবশেষে জটিলতা কাটিয়ে বাংলাদেশের মডেল ও অভিনেতা নিরব হোসেন অভিনীত মালয়েশিয়ার সিনেমাটি মুক্তির মুখ দেখছে। আগামী ২৮ ফেব্রুয়ারি দেশটির ১০৬ হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

নিরব বাংলানিউজকে বলেন, ‘এতদিন পর সিনেমাটি মুক্তির পাচ্ছে, সেজন্য ভালো লাগছে। আপাতত শুধু মালয়েশিয়ার সিনেমা হলেই ‘বাংলাশিয়া’ মুক্তি পাবে।

পরবর্তীতে বাংলাদেশেও মুক্তি দেওয়া হতে পারে। ’সহশিল্পীর সঙ্গে নিরব হোসেন‘‘মালয়েশিয়ায় সিনেমাটির প্রিমিয়ার হবে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি)। তাই প্রিমিয়ার ও প্রচারণায় অংশ নিতে সোমবার (২৫ ফেব্রুয়ারি) আমি সেখানে যাচ্ছি। ‘বাংলাশিয়া’র জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করছি দর্শক সিনেমাটি দেখে নিরাশ হবেন না,’’ যোগ করেন এই অভিনেতা।

গত ১২ ফেব্রুয়ারি ‘বাংলাশিয়া’ সেন্সর ছাড়পত্র পেয়েছে।   এতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের মুসলিম অভিনেত্রী আতিকা সোহাইমি।   সিনেমাটি পরিচালনা করেছেন মালয়েশিয়ান নির্মাতা নেমউই।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।