ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

৯১তম অস্কার বিজয়ী যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
৯১তম অস্কার বিজয়ী যারা আলফোনসো কুয়ারন, অলিভিয়া কোলম্যান ও রামি মালেক

চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) অনুষ্ঠান হলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে।

এবারের জাঁকজমকপূর্ণ আসরে ছিলেন না কোনো উপস্থাপক। প্রতিবারের মতো অস্কারে ৯১তম আসরেও বিভিন্ন বিভাগে ২৪টি পুরস্কার দেওয়া হচ্ছে।

এক নজরে ৯১তম অস্কারে সেরাদের তালিকা

সিনেমা: গ্রিন বুক
অভিনেতা: রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি)
অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)
পার্শ্ব-অভিনেত্রী: রেজিনা কিং (ইফ বিয়েলে স্ট্রিট কুড টক)
পার্শ্ব-অভিনেতা: মাহেরশালা আলী (গ্রিন বুক)
পরিচালক: আলফোনসো কুয়ারন (রোমা)
চিত্রনাট্য (মৌলিক): গ্রিন বুক
চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ব্ল্যাকক্ল্যান্সম্যান
বিদেশি ভাষার সিনেমা: রোমা
অ্যানিমেটেড সিনেমা: স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা: বাও
প্রামাণ্যচিত্র: ফ্রি সলো
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: পিরিয়ড. এন্ড অব সেনটেন্স
চিত্রগ্রহণ: আলফনসো কুয়ারন (রোমা)
রূপ ও চুলসজ্জা: ভাইস
মৌলিক সুর: ব্ল্যাক প্যান্থার
মৌলিক গান: শ্যালো
সম্পাদনা: বোহেমিয়ান র‌্যাপসোডি
শিল্প নির্দেশনা: ব্ল্যাক প্যান্থার
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: স্কিন
শব্দ সম্পাদনা: বোহেমিয়ান র‌্যাপসোডি
শব্দমিশ্রণ: বোহেমিয়ান র‌্যাপসোডি
ভিজ্যুয়াল ইফেক্টস: ফার্স্ট ম্যান
পোশাক পরিকল্পনা: ব্ল্যাক প্যান্থার

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।