ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আমি অর্জুনকে পছন্দ করি: মালাইকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
আমি অর্জুনকে পছন্দ করি: মালাইকা অর্জুন কাপুর ও মালাইকা আরোরা

বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা আরোরার প্রেমের সম্পর্ক নিয়ে কম পানি ঘোলা হলো না। তবে  দু’জনের কারো মুখেই এতদিন বিষয়টি স্বীকার করতে শোনা যায়নি।

সম্প্রতি জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ সিক্স’-এ হাজির হয়েছিলেন মালাইকা আরোরা, কিরণ খের, বীর দাস ও মল্লিকা দুয়া। নতুন এই পর্বটি প্রচার হবে আগামী রোববার (৩ মার্চ)।

আর এই পর্বটির একটি প্রোমো প্রকাশ পেয়েছে।

প্রোমোটিতে মালাইকাকে অর্জুনের বিষয় কথা বলতে দেখা যায়। প্রোমোতে করণ জিজ্ঞেস করেন এ বছরের সেরা পুরুষ পারফর্মার কে? তখন কিরণ খের উত্তরে বলেন অর্জুন কাপুর। সঙ্গে সঙ্গে মালাইকা বলে উঠেন, ‘আমি অর্জুনকে পছন্দ করি, এ ভাবে হোক বা অন্যভাবে। ’

মালাইকার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ পড়ে গেছে। কারণ এর আগে মালাইকা ও অর্জুন কখনই প্রেমের স্বীকারোক্তি দিতে শোনা যায়নি। তবে নানা সময় এক সঙ্গে বহু অনুষ্ঠানে তাদের অংশ নিতে দেখা গেছে।

২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে মালাইকার বিচ্ছেদ হয়। এরপর অর্জুনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শুরু হয়।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।