ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জয় শাহরিয়ারের গানে কামরুজ্জামান রাব্বি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
জয় শাহরিয়ারের গানে কামরুজ্জামান রাব্বি কামরুজ্জামান রাব্বি-জয় শাহরিয়ার

জয় শাহরিয়ারের কথা, সুর ও সঙ্গীতায়োজনে ‘তোমার কথা মনে পড়ে’ শিরোনামে নতুন গান প্রকাশ পেলো সঙ্গীতশিল্পী কামরুজ্জামান রাব্বির কণ্ঠে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আজব রেকর্ডস’র ইউটিউব চ্যানেলে ভিডিওতে প্রকাশ পেয়েছে গানটি। এছাড়াও গানটি জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ-এ শুনতে পাবেন শ্রোতারা।

‘তোমার কথা মনে পড়ে’ গানের ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা।  

এ গান প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, কামরুজ্জামান রাব্বি এ সময়ের একজন প্রতিশ্রুতিশীল শিল্পী। তার গায়কীর প্রতি ভালোলাগা আছে বলেই গানটি করেছি। আর আমি খুব একটা লোক গান করি না। এবার রাব্বির জন্য করলাম। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

কামরুজ্জামান রাব্বি বলেন,  আমি জয় ভাইয়ের গানের ভক্ত অনেক আগে থেকে। তার লেখা, সুরে গান গাইতে পারাটা আমার জন্য দারুন আনন্দের। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা শ্রোতারা বলবেন।

গেলো বছর  ‘আমি তো ভালা না’ গানটি প্রকাশের মধ্য দিয়ে আলোচনায় আসেন কামরুজ্জামান রাব্বি।

ভিডিও:

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।