ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বাগদান সারলেন প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
বাগদান সারলেন প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সিদ্ধার্থ চোপড়া ও বাগদান অনুষ্ঠানে সিদ্বার্থ-ঈশিতা

গত বছর ডিসেম্বরে রাজকীয় আয়োজনে মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন প্রেম করার পর এই তারকা দম্পতির চার হাত এক হয়।

নিজের বিয়ের পর এবার ছোট ভাইয়ের বাগদানের (রোকা) খবর দিলেন প্রিয়াঙ্কা। বুধবার (২৭ ফেব্রুয়ারি) নয়া দিল্লিতে সিদ্ধার্থ চোপড়া ও ঈশিতা কুমার আংটি বদল করেছেন।

 

ইনস্টাগ্রামে ভাইয়ের বাগদানের ছবি শেয়ার করেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। ক্যাপশনে লেখেন, ছোট ভাইয়ের জন্য আমি গর্বিত। ঈশিতাকে আমাদের পরিবারে স্বাগতম। তোমাদের দু’জনকে একসঙ্গে চমৎকার দেখাচ্ছে। নতুন জীবনের জন্য শুভকামনা। শুভ রোকা।

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’র মধ্য দিয়ে খুব শিগগিরই পর্দায় হাজির হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। এতে তার সঙ্গে দেখা যাবে ফারহান আখতার ও জাইরা ওয়াসিমকে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।