ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

একই সিনেমায় বাবার সঙ্গে মেয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
একই সিনেমায় বাবার সঙ্গে মেয়ে জনি লিভার ও জামি লিভার

বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা জনি লিভার দীর্ঘদিন ধরে বড় পর্দা মাতাচ্ছেন। চলতি বছর তিনি হাস্যরসাত্মক ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’র চতুর্থ কিস্তি নিয়ে হাজির হাতে যাচ্ছেন। আর এই একই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তার মেয়ে জামি লিভারকে।

অক্ষয় কুমার ও রিতেশ দেশমুখের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন জামি। বাবার পাশাপাশি বেশকিছু হাস্যরসাত্মক দৃশ্যেও থাকছেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ববি দেওল ও কৃতি শ্যানন। জামি লিভারসাজিদ খান ‘হাউসফুল’ সিরিজের প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিচালনা করেছিলেন। তৃতীয় কিস্তি পরিচালনার দায়িত্ব পান সাজিদ সামজি ও ফরহাদ সামজি। তবে চতুর্থ কিস্তি সাজিদ পুনরায় পরিচালনা করছেন।

২০১০ সালে মুক্তি পায় ‘হাউসফুল’। এরপর ২০১২ সালে মুক্তি পায় ‘হাউসফুল ২’। সবশেষ ‘হাউসফুল ৩’ মুক্তি পায় ২০১৬ সালে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় পুনর্জন্মের গল্প নিয়ে ‘হাউসফুল ফোর’ নির্মিত হচ্ছে।   ২০১৯ সালের দিওয়ালিতে সিনেমাটি মুক্তি পাবে।

এর আগে জামি কে ২০১৫ সালে 'কিস কিসকো পেয়ার কারু' সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।