ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আবারও সিনেমায় গাইলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
আবারও সিনেমায় গাইলেন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন

উমেশ শুক্লার ‘১০২ নট আউট’র পর আবারও সিনেমার র‍্যাপ গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ‘অ্যাউকাত’ শিরোনামের গানটি সুজয় ঘোষের ‘বদলা’ সিনেমার শুরুতেই ব্যবহৃত হবে।

সূত্র জানায়, সম্প্রতি মুম্বাইয়ের একটি সেটে গানটির শুটিং হয়েছে। এটি কম্পোজ করেছেন ক্লিনটন সেরেজো।

এই সিনেমাটি প্রযোজনা করছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। আর এবারই প্রথম শাহরুখের প্রযোজিত সিনেমায় অভিনয় করছেন ‘শাহেনশা’। এতে অমিতাভ ও শাহরুখ ছাড়াও অভিনয় করছেন তাপসী পান্নু। ২০১৬ সালে ব্যবসা সফল সিনেমা ‘পিঙ্ক’র পর আবারও অমিভাত-পান্নু একই সিনেমায় অভিনয় করছেন।

গুঞ্জন রয়েছে ‘বদলা’ সিনেমাটি স্প্যানিশ সিনেমা ‘দ্য ইনভিসিবল গেস্ট’র অফিসিয়াল রিমেক। যদিও এই বিষয়ে এখনও অনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।