ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ফারিয়াকে খুঁজে বের করলেন সাংবাদিক তপু!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
ফারিয়াকে খুঁজে বের করলেন সাংবাদিক তপু! জোভান ও অপূর্ণা

এক সময়ের জনপ্রিয় নায়িকা ফারিয়া হঠাৎ সবার আড়ালে চলে যান। তিনি কোথায় আছেন, কেমন আছেন সে খবর কেউ জানেনা। এত বড় একজন তারকার ‘উধাও’ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়।

তাকে নিয়ে পত্রিকাতেও অনেক লেখালেখি হয়। কিন্তু তার খোঁজ মেলা দুষ্কর হয়ে পড়ে।

হঠাৎ তপু নামের এক বিনোদন সাংবাদিক ফারিয়াকে আবিষ্কার করেন থাইল্যান্ডের পাতায়াতে। ফারিয়া সেখানের একটি কোম্পানিতে কাজ করেন। তপু তার আত্মগোপন করার রহস্য উদঘাটনের চেষ্টায় মগ্ন হন। অপর্ণা ঘোষএমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কেমন আছে ফারিয়া?’ দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে ফারিয়া চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ ও তপু চরিত্রে ফারহান আহমেদ জোভান। এতে আরও অভিনয় করেছেন ফারহাদ বাবু, মাহবুব শাহীন।

থাইল্যান্ডে চিত্রায়িত নাটকটি শুক্রবার (১ মার্চ) রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।