ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ইরফান খানকে নিয়েই শুরু হচ্ছে ‘হিন্দি মিডিয়াম টু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
ইরফান খানকে নিয়েই শুরু হচ্ছে ‘হিন্দি মিডিয়াম টু’ ইরফান খান

ফেব্রুয়ারি মাসে চিকিৎসা শেষে লন্ডন থেকে ভারত ফিরেছেন বলিউড অভিনেতা ইরফান খান। দেশে ফেরার পর ‘হিন্দি মিডিয়াম টু’ সিনেমা তার কাজ করার নিয়ে নানা জল্পনার তৈরি হয়।

একবার শোনা যায় ইরফান সিনেমাটির শুটিং শুরু করছেন। অন্যদিকে তার ঘনিষ্ঠ এক বন্ধু জানায়, এক বছরের আগে জনপ্রিয় এই অভিনেতা নাকি কোনও সিনেমার শুটিং করতে পারবেন না।

তবে সকল গুঞ্জনের অবসান ঘটলো। অবশেষে জানা গেলো, ইরফান খানকে নিয়েই নির্মিত হবে ‘হিন্দি মিডিয়াম’র দ্বিতীয় কিস্তি। আর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা তিগমানশু ঢুলিয়া।

এক সাক্ষাৎকারে ঢুলিয়া বলেন, ইরফান খান ভারতে ফেরার পর তার সঙ্গে আমি দেখা করেছি। তিনি এখন একেবারে সুস্থ আছেন। ইরফান আমাকে বলেছেন, তিনি খুব শিগগিরই ‘হিন্দি মিডিয়া টু’র শুটিং শুরু করতে যাচ্ছেন।

গত বছর মার্চে নিজের অসুস্থতার খবর ইরফান নিজেই জানান। নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা জন্য তিনি লন্ডনে উড়াল দেন।

২০১৭ সালে ‘হিন্দি মিডিয়াম’র জন্য সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ইরফান খান।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।