ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শাকিব-বুবলীর ‘পাসওয়ার্ড’র শুটিং শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
শাকিব-বুবলীর ‘পাসওয়ার্ড’র শুটিং শুরু ‘পাসওয়ার্ড’র মহরত

নতুন সিনেমার শুটিং শুরু করলেন নির্মাতা মালেক আফসারী। শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে তিনি নির্মাণ করছেন ‘পাসওয়ার্ড’। শুক্রবার (০১ মার্চ) রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

এদিন ‘পাসওয়ার্ড’র মহরতে অংশ নিয়েছে চিত্রনায়িকা শবনম বুবলী, চিত্রনায়ক মামনুন হাসান ইমন, অভিনেতা ডন, অমিত হাসান, পরিচালক মালেক আফসারী, প্রযোজক মো. ইকবাল ও সাংবাদিক শাবান মাহমুদ।

এ প্রসঙ্গে মো. ইকবাল বাংলানিউজকে বলেন, শুক্রবার দুপুর থেকে আমরা শুটিং শুরু করেছি।

পুরো মার্চ মাস টানা শুটিং চলবে। মহরতে না থাকলেও ৫ মার্চ থেকে শাকিব খান শুটিংয়ে অংশ নেবেন। একটি মিশনের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ হচ্ছে।

‘পাসওয়ার্ড’ শাকিব খানের এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।