ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘কেজিএফ’র সিক্যুয়েলে সঞ্জয় ও রাবীনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
‘কেজিএফ’র সিক্যুয়েলে সঞ্জয় ও রাবীনা রবীনা, যশ ও সঞ্জয়

যশ অভিনীত কন্নড় ভাষার সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ মুক্তি পেয়েছে গত বছর। সিনেমাটি প্রায় আড়াইশ’ কোটি রুপি আয় করে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে।

খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘কেজিএফ’র সিক্যুয়েল ‘চ্যাপ্টার টু’র শুটিং। আর এতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত ও অভিনেত্রী রাবীনা ট্যান্ডন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশ নিজেই।

তিনি বলেন, সঞ্জয়-রাবীনার অভিনয়ের জন্য প্রথম পর্বেরই পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তখন এই দুই তারকা অভিনয় করতে পারেনি।

২০১৮ সালের ২১ ডিসেম্বর আড়াই হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ‘কেজিএফ’। বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে নিয়েছে ২৫০ কোটি রুপিরও বেশি। যেখানে এটি নির্মাণে খরচ হয়েছে মাত্র ৮০ কোটি রুপি! দর্শক ও সমালোচকদেরও প্রশংসা পায় এটি।

প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ’ সিনেমায় যশের বিপরীতে অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি। তবে ‘চ্যাপ্টার টু’তে কে হচ্ছে এই তার নায়িকা তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।