ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দেশের প্রথম ত্রিমাত্রিক চলচ্চিত্র ‘অলাতচক্র’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
দেশের প্রথম ত্রিমাত্রিক চলচ্চিত্র ‘অলাতচক্র’ অলাতচক্র চলচ্চিত্রের প্রধান ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল

কথাসাহিত্যিক আহমদ ছফার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত ‘অলাতচক্র’ উপন্যাস অবলম্বনে দেশের প্রথম ত্রিমাত্রিক চলচ্চিত্র ‘অলাতচক্র’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা হাবিবুর রহমান।

মুম্বাইয়ের স্কাইওয়ার্ক স্টুডিওর ক্যামেরায় ছবিটির চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করছেন মাজহারুল রাজু।

ইতিমধ্যে ছবির প্রথম দফা চিত্র ধারণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

চলছে পরের দফার জন্য প্রস্ততি।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আহমেদ রুবেল।  মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি ২০১৭-১০১৮ অর্থবছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে অনুদানপ্রাপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।