ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

তারকাদের উপস্থিতিতে বদরুল হাসানের অ্যালবাম প্রকাশনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
তারকাদের উপস্থিতিতে বদরুল হাসানের অ্যালবাম প্রকাশনা বদরুল হাসান খান ঝন্টু (বা থেকে দ্বিতীয়), আবুল হায়াত, শেখ সাদী খান ‍প্রমুখ

রাজধানী বনানীর একটি অভিজাত হোটেলে শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে হয়ে গেলো বদরুল হাসান খান ঝন্টুর অ্যালবাম প্রকাশনা উৎসব। অ্যালবামটি প্রকাশ পেয়েছে ‘শেষ ঠিকানা’ শিরোনামে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুণী সঙ্গীত ব্যক্তিত্ব শেখ সাদী খান, নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, প্রযোজক কামরুল হাসান খান, রাজেশ ঘোষ, লোপা হোসাইনসহ আরো অনেকে।

বদরুল হাসান খান ঝন্টুর ক্যারিয়ারের প্রথম পূর্ণাঙ্গ একক অ্যালবামটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা।

১১টি গান নিয়ে সাজানো হয়েছে ‘শেষ ঠিকানা’। এ অ্যালবামের গানগুলো হচ্ছে- ‘নীল জোছনা’, ‘শেষ ঠিকানা’, ‘পাশে থেকো’, ‘বড় ভালোবাসি’, ‘ও প্রিয়’, ‘তুমি আমার ভালোলাগা’ প্রভৃতি উল্লেখযোগ্য।

এর গানগুলো লিখেছেন- রাজেশ ঘোষ, কানাই লাল ও আতাউর রহমান খান। সবগুলো গানের সুর-সঙ্গীতায়োজন করেছেন রাজেশ ঘোষ।

অ্যালবামের গানগুলো নিয়ে উপস্থিত তারকারা বেশ প্রশংসা করেন। প্রযোজনা প্রতিষ্ঠান, শিল্পী বদরুল হাসানসহ অ্যালবামসংশ্লিষ্ট সবাই গানগুলো নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন। আর শ্রোতাদের আহবান করেছেন ভালো গানে মনোনিবেশ করার।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।