ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

এপ্রিলেই গাঁটছড়া বাঁধছেন অর্জুন-মালাইকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
এপ্রিলেই গাঁটছড়া বাঁধছেন অর্জুন-মালাইকা! অর্জুন-মালাইকা

প্রথমে অর্জুন কাপুর-মালাইকা আরোরার প্রেমের সম্পর্কটি গুঞ্জন হিসেবে বইছিলো বলিউডের বাতাসে। এরপর প্রেমের কথা স্বীকার করে নিয়ে গুঞ্জনকে বাস্তবে রূপ দেন তারা। 

এবার ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেলো, আগামী এপ্রিলেই বিয়ে করছেন অর্জুন-মালাইকা। খ্রিস্টান রীতিতেই আংটি বদল করবেন তারা।

যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি এই জুটি। তবে এ খবরে খুশি দুই পরিবারই। অবশ্য সম্পর্ককে স্বীকৃতি দিতে মুখিয়ে আছেন অর্জুন-মালাইকাও। সেই অপেক্ষার অবসান এখন সময়ের ব্যাপার মাত্র।

এটি হবে মালাইকার দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্বামী আরবাজ খান। ২০১৬ সালের শুরু থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। ২০১৭ সালে এসে আরবাজের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন মালাইকা। তাদের ঘরে ১৬ বছরের একটি ছেলে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।