ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দুই দিনে ‘লুকা ছুপি’র আয় ১৮ কোটি রুপি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
দুই দিনে ‘লুকা ছুপি’র আয় ১৮ কোটি রুপি 'লুকা ছুপি'র একটি দৃশ্যে কার্তিক আরিয়ান ও কৃতি স্যনন

প্রেমের গল্প নিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘লুকা ছুপি’তে জুটি বেঁধে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও কৃতি স্যনন। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলেছে। পাশাপাশি সিনেমা বিশ্লেষকদেরও প্রশংসা পাচ্ছে।

দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৮ কোটি ৯ লাখ রুপিতে। এরমধ্যে প্রথম দিন এটির আয় ছিল ৮ কোটি রুপি।

যা দ্বিতীয় দিন বেড়ে হয়েছে ১০ কোটি রুপি। এতেই বোঝা যাচ্ছে সিনেমাটি ক্রমান্বয়ে ভালো ব্যবসার দিকে আগাচ্ছে।

‘লুকা ছুপি’র সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া ‘সঞ্চিরিয়া’ সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি। দুই দিনে এই সিনেমাটির আয় মাত্র ২ কোটি ৭০ লাখ রুপি।

শুক্রবার (০১ মার্চ) লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘লুকা ছুপি’ ভারতের ২ হাজার একশ স্ক্রিনে মুক্তি পেয়েছে। বর্তমান সময়ের প্রেম নিয়ে নির্মাণ করায় সিনেমাটি তরুণ দর্শকদের  আগ্রহ তৈরি করতে পেরেছে।

এদিকে একই সঙ্গে ভারতের প্রেক্ষাগৃহে চলছে কমেডি সিনেমা ‘টোটাল ধামাল’। এরই মধ্যে এটি বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করে নিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।