ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সাইফ-ফাতিমার সিনেমা ‘ভূত পুলিশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
সাইফ-ফাতিমার সিনেমা ‘ভূত পুলিশ’ ফাতিমা সানা শেখ ও সাইফ আলী খান

আমির খানের পর বলিউড অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ।

হরর-কমেডি ধাঁচের সিনেমাটির নাম শুরুতে ‘তান্ত্রিক’ রাখা হয়েছিল। তবে এখন নাম পাল্টে রাখা হয়েছে ‘ভূত পুলিশ’।

ফক্স স্টার স্টুডিওস’র প্রযোজনায় ও পাবন কিরপালানির পরিচালনায় চলতি বছর আগস্টে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। সম্প্রতি নির্মাতা তথ্যগুলো নিশ্চিত করেছেন।

সিনেমাটির জন্য শুরুতে নির্মাতারা অভিষেক বচ্চনকে ভেবেছিলেন। তবে পরবর্তীতে সাইফ আলী খানকে চুক্তিবদ্ধ করানো হয়।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ সিনেমার মধ্য দিয়ে ফাতিমার বড় পর্দায় অভিষেক ঘটে। গত বছর তার অভিনীত ‘থাগস অব হিন্দুস্থান’ মুক্তি পায়, তবে সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি।

এছাড়া ‘ভূত পুলিশ’ ছাড়াও অনুরাগ বসু পরিচালিত একটি সিনেমায় রাজকুমার রাওর বিপরীতে দেখা যাবে ২৬ বছর বয়সী এই অভিনেত্রীকে।

এদিকে সাইফ বর্তমানে ‘সেক্রেড গেমস টু’ ও ‘তানাজি’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।